হট লুকে চমকের পর চমক দিলেন ঋতাভরী, উপচে পড়ছে উ’ত্তে’জনা

চোখ সরাতে পারবেন না। আঙুল কিছুতেই স্ক্র’ল করতে দেবে না। একে শ্রাবণ মাস, বৃষ্টির রোম্যান্টিক মুহূর্ত, তারমধ্যে ঋতাভরী’র কি’লার ফে’স, হ’ট মুভস, বো’ল্ড পো’জ আর ভেজা ভেজা ঠোঁ’ট আপনার চোখ আর আঙু’ল দুই’ই আটকে দেবে। আপনাকে দেখতেই হবে বং কুইন ঋতাভরী চক্রবর্তী’র (Ritabhari Chakraborty) ক্যারিশমা।

সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রায় সকলেই অ্যাক্টিভ যাকে বলে প্রবল ভাবে সক্রিয়। উঠতে, বসতে, খেতে, শুতে সবসময় ফোন, ইন্টারনেট, ক্যামেরা অন থাকা চাই। আসলে আমরা সকলে জুড়তে চাই। ঠিক সেই কারণেই সেলিব্রিটিরা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন নিজেদের সবসময় জুড়ে রাখার জন্য।

টেলিভিশন হোক বা ওয়েব সিরিজ বা বড় পর্দা, কাজ সবসময় পাওয়া যায় না, বা থাকে না সবসময়, ঠিক সেই সময় বন্ধুর মতন এগিয়ে আসে সোশ্যাল মিডিয়া।

এখানে নেই কোনো ইনভেস্টমেন্ট, নেই কোনো পরিচালক, প্রযোজক। জাস্ট গানের সঙ্গে কিছু মুভস করো, তাহলেই হবে।