বান্টি, তোর সাবান স্লো নাকি রে?’ এক জনপ্রিয় সাবানের ব্র্যান্ডের হয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে এমনই এক বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছিল। স্কুল পড়ুয়া এক কিশোরী হয়ে নিজের বন্ধুকে এই প্রশ্ন করে জনপ্রিয় হয়েছিলো অবনীত কৌর। তারপর কে’টে গিয়েছে বেশ কয়েকটা বছর। আজ অবনীত আর সেদিনের সেই কিশোরী নন, বরং রীতিমতো সুন্দরী তরুণীতে পরিণত হয়েছেন তিনি।
সাবানের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে জনপ্রিয়তা অর্জনের পর ইন্ডাস্ট্রি থেকে মোটেও হারিয়ে যাননি অবনীত। এরপরই তাকে একটি নাচের রিয়েলিটি শোয়ে দেখা যায়। এভাবেই একের পর এক বিজ্ঞাপন এবং টিভি শোয়ে সুযোগ পেতে থাকেন অবনীত। তিনি ইতোমধ্যেই বলিউডে অ’ভিষেক ঘটিয়ে ফেলেছেন।
ছোট থেকেই তার স্বপ্ন ছিল তিনি বলিউড অ’ভিনেত্রী হবেন। বলিউডে পাকাপাকিভাবে জায়গা করার আগেই তার অনুরাগী সংখ্যা আকাশ ছুঁয়েছে। বড় হওয়ার স’ঙ্গে স’ঙ্গে তার চেহারার গ্ল্যামা’র আরো বেশি বেড়েছে। বেশকিছু ধা’রাবাহিকেও অ’ভিনয় করে ফেলেছেন তিনি।
যার মধ্যে প্রথম ছিল ‘মেরি মা’। এরপর ‘সাবিত্রী’, ‘এক ফিস্ট স্কাই’ এর মতো একাধিক ধা’রাবাহিকে তিনি অ’ভিনয় করেন। তারপর রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’তেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে তখন হয়তো তাকে চিনতে পারেননি অনেকেই।
বলিউডের রানি মুখার্জির ‘মর’্দানি’ ছবিতে অ’ভিনয় করে তিনি বহু আগেই সিনেমা’র পর্দায় অ’ভিষেক ঘটিয়ে ফেলেছেন। তিনি যখন এই ছবিতে অ’ভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। তিনি বলিউডের একজন নামী মডেল। আজ পর্যন্ত তিনি প্রায় ৪০০ টিরও বেশি বিজ্ঞাপনে অ’ভিনয় করে ফেলেছেন।
এই সুবাদে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৮০ লাখের বেশি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করছেন ৯০ লাখের কাছাকাছি মানুষ। আজ তিনি বলিউডের একজন গ্ল্যামা’রাস অ’ভিনেত্রী। সময়ের স’ঙ্গে স’ঙ্গে তার সৌন্দর্য আরো বেড়েছে। স’ঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা।