তুমি আমার এমন একটি জায়গায় স্পর্শ করেছো যা এখন পর্যন্ত আর কেউ পারেনি: প্রভা

মডে’লিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে প্রভার। টেলিভিশন বিজ্ঞাপনে ম’ডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জন’প্রিয় হয়ে উঠেন।

কিন্তু ব্যক্তি’গত কে’লেঙ্কা’রি কারণে কিছু স’ময়ের জন্য তার অভিনয় কর্মজী’বন বাধাপ্রাপ্ত হয়। ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভি’নয় জগতে প্রবেশ করেন প্রভা।

তার জনপ্রিয় বিজ্ঞা’পনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলা’লিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন।

তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানি’মুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাট’কে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

সম্প্রতি ই’ন’স্টাগ্রা’মে একটি ছবি আপলোড করেন প্রভা। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি আমার হৃদয়ের এমন একটি অংশ স্পর্শ করেছো যা এখন পর্যন্ত আর কেউ পারেনি। তুমি আমার হৃদয়, আমরা বাসনা…..’।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা।