আসি না, আমি ওখানেই থাকি’ এমন ডায়লগে রিনের একটি বিজ্ঞাপনে সকলের নজর কাড়ে মেয়েটি।
শিশু শিল্পী হিসেবেই মিডিয়ায় তার পথচলা। তবে এখন সে বাণিজ্যিক সিনেমার নায়িকা। বলছি পূজা চেরির কথা।
পূজা অভিনীত প্রথম ছবি ‘নূরজাহান’। ছবিটির একটি গান প্রকাশ পেলে সকলের প্রশংসা কুড়ান তিনি। গত সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও মুক্তি পায়নি। এরইমধ্যে ‘পোড়ামন ২’ ছবির কাজ শেষ করেছেন পূজা।
উল্লেখ্য, ‘নূরজাহান’ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নতুন মুখ আদ্রিত।
অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ ছবিতে রোশানের বিপরীতে কাজ করার কথা থাকলেও রোশান একই প্রযোজনা সংস্থার অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত থাকায় পূজার নায়ক হন ছোটপর্দার জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ।