আমরা ৩ দিন ধরে একই ছাদের নিচে আছি : পরীমনি

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা নাকি এখনও রাজের বাসাতেই রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি, তা নিয়েই চলছে আলোচনা। দুজনেই বিভিন্ন সময় তাদের সম্পর্ক, সংসার নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন।

তবে শরিফুল রাজের সঙ্গে চলমান বিচ্ছেদ ইস্যু নিয়ে পরীমণি এখন বলছেন, তাঁরা এখন একই ছাদের নিচে বসবাস করছেন। পরী বৃহস্পতিবার বিকেলে বললেন, ‘আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সবকিছু। এখন এটুকুই বলব।’

এর আগে গতকাল রাতে চিত্রনায়িকা শিরিন শিলা তাঁর সঙ্গে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ছবি প্রকাশ্যে নিয়ে এসে দাবি করেন, রাজ-পরীর মাঝে সকল ঝামেলা মিটমাট হয়ে গেছে। যদিও সকালে সেই স্ট্যাটাস সরিয়ে ফেলেন সেই চিত্রনায়িকা।

৩০ ডিসেম্বর মধ্যরাতে পরীমণি এক স্ট্যাটাসে জানান, তিনি রাজকে তাঁর জীবন থেকে মুক্ত করে দিয়েছেন। এরপর শরিফুল রাজও জানান তিনি আর পরীর সঙ্গে থাকছেন না। এখন সময়ই বলে দেবে এই দম্পতির ভাগ্য সাবেক নাকি বর্তমান থাকছে।

পরীমণির সংসার ভাঙনের খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। দুদিন আগেও ফেসবুকে নানান অশান্তির কথা প্রকাশ করেন এই নায়িকা। এবার তিনি ফেসবুকে একটি গানের লিংক শেয়ার করে লিখলেন, ‘ইনজয়’।

মূলত পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নতুন গান প্রকাশে পেয়েছে। গানের লিংক শেয়ার করে পোস্ট করেন এই অভিনেত্রী।

‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামে গানটি লিখেছেন প্রয়াত পুলিশ সুপার দেওয়ান লালন। আজ বিকাল ৫টায় বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এ গানটি। শফি মণ্ডলের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ ও পরীমণি। গানটির সুর ও সংগীত ইমন চৌধুরী।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘সারেং ছাড়া জাহাজ চলে’ দেওয়ান লালন ভাইয়ের লেখা শেষ গান।তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা গানগুলোর মাধ্যমে তিনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন।এই গানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করি।’