তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ইতোমধ্যে বাংলাদেশের কাছে হেরে বসেছে সফরকারী ভারত। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১ উইকেটে হারার পর একই ভেন্যুতে বুধবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ ৫ রানে হারে ভারত।
প্রথম ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচেও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের ৭৭ ও মিরাজের সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশে ২৭১ এ গিয়ে থামে। জবাবে ভারত টাইগার বোলারদের কাছে পরাজিত হয়। শেষ মুহূর্তে হাতের চোট নিয়ে আবারও মাঠে নামা রোহিতের লড়াকু ইনিংসও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেনি।
বাংলাদেশ সিরিজ জেতায় ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রীতিমত খুশিতে আত্মহারা ছিলেন। বিশেষ করে মিরাজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পাপন বলেন, সিরিজ শুরু হওয়ার আগে থেকেই আমার ধারণা ছিল অন্তত একটা ম্যাচ জিতব। তবে এখন পর্যন্ত যা দেখছি, সত্যি আশ্চর্য হয়ে গিয়েছি। মিরাজকে তো আমরা হিসেবে মধ্যে ধরিনি, কিন্তু দেখেন সেই সবচেয়ে ভাল খেলেছে।
তিনি বলেন, প্রথমটাতে যেমন মিরাজ দূর্দান্ত খেলেছে তেমনি দ্বিতীয়টাতেও সে ছিল অনবদ্য। সে যে ভাল খেলবে তা আমার স্ত্রী আগেই বলেছিল। আমি অবশ্য বলেছিলাম আরে, পরপর দুদিন কিভাবে ভাল খেলে। কিন্তু দেখেন আজকেও ছেলেটা ভাল খেলেছে।
তিনি আরও বলেন, সবকিছুই ভাল ছিল তবে দুটো ক্যাচ মিস ছাড়া। এ বিষয়টি বাদ দিলে আজকে সবাই ভাল খেলেছে।
সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল ভারতীয় দল। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাহেন্দ্র সিং ধোনির শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল মাশরাফী বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
দীর্ঘ ৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে এসেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সফরে প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের শেষ উইকেটের অবিশ্বাস্য জুটিতে ১ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচেও ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। যার ফলে ঘরের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ।