আকিজের ৩ চাকা চার্জার গাড়ি মাত্র ২০০০০ টাকা, চলবে ৪-৫ঘন্টা!!

সাথী নামে একটি নতুন মোটর বাইক নিয়ে এলো আকিজগ্রুপ। ৩চাকা বিশিষ্ট এ বাইকটি ব্যাটারি চালিত। বাইকটিতে ৬০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যারা বাইক চালাতে পারে না তারাও খুব সহজে এ বাইকটি চালাতে পারবে।

একবার পূর্ণচার্জে ই-বাইকটি শহরে ৫০-৫৫ কিলোমিটার এবং হাইওয়েতে ৬০-৬৫ কিলোমিটার যেতে পারে।
ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে। চার্জ দিতে সময় লাগে মাত্র ৪-৫ ঘন্টা। ব্যাটারি ক্ষ’মতা ৬০ ভোল্ট ও ২০ অ্যাম্পিয়ার আওয়ার।৩০০-১০ সাইজে’র চাকা।আর ৩টি চাকাতেই রয়েছে হাইট্রোলিক ব্রেকসু। এটি একদম পরিবেশবান্ধব। শব্দ ও জ্বা’লানি বিহীন এসব ই-বাইকে শ’ক্তিশালী ও উন্নতমানের জে’ল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এটিতে ব্যাকগিয়ার ও রয়েছে।যাতে প্রতিকুল রাস্তাতাতেও অনায়াসে চলা যাই। এটির ২হাতেই ব্রেক রয়েছে। সেই সাথে মাঝে সিটে যথেষ্ট স্পেস রয়েছে।আবার সিট উঠিয়ে মাঝে হেলমেট সহ অন্যান্য জিনিস পাতি বহনে সক্ষম। এটি ২৫০কেজি ওজন অনায়াসে বহন করতে

পারে। বি’স্তারিত জানতে ভিজিট করুন তাদের অফিসাল ওয়েবসাইটে।অথবা যেকোন তাদের শোরুমে গেলে মিলবে আর্কষনীয় এ গাড়িটি।